ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভারতীয় মিডিয়া আমাকে ভিলেন বানিয়েছে: ইমরান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানে তেহরিক-এ-ইনসাফ এর সরকার গড়া এখন শুধু সময়ের অপেক্ষা। এরই মাঝে নির্বাচনের পরে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার তথা প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকা ইমরান খান।

তিনি জানিয়েছেন, দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের উচিত পারস্পরিক সম্পর্ক ভাল করা ৷ দুই দেশের মধ্যে গড়ে তুলতে হবে এক আদর্শ পরিবেশ ৷ সব সময়েই তিনি ভারতের সম্পর্ক ভাল রাখতে চেয়েছেন কিন্তু ভারতীয় মিডিয়া তাকে ভিলেন করেছে বারবার ৷ যার সদুত্তর তার কাছে নেই ৷ তবুও তিনি দুই দেশের সঙ্গে মধ্যে সুসম্পর্ক দেখতে চেয়েছেন ৷

সেই সূত্র প্রসঙ্গে তিনি বলেছেন, এক নতুন পাকিস্তান গড়বেন যেখানে কোনও দুর্নীতি থাকবেনা ৷ তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবেন না ৷

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি