ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভারতীয় সেনার গুলিতে ১০ পাক কমান্ডো নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

অধিকৃত কাশ্মীর ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তান। চলমান উত্তেজনার মধ্যেই বিগত কয়েকদিনে ভারতীয় বাহিনীর গুলিতে কমপক্ষে ১০ পাকিস্তানি কমান্ডো নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

দেশটির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে নিয়ন্ত্রণ রেখায় মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে চির বৈরী দেশ দুটির সেনারা।

ভারতীয় বাহিনীর দাবি করছে, গত তিন সপ্তাহে সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) ১০ কমান্ডো নিহত হয়েছে।

তাদের দাবি, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। এছাড়াও যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসীরা ভারতে পুশ ইন করতে চেয়েছে। ভারতীয় বাহিনী এর কড়া জবাব দিয়ে গুলি চালালে পাক কমান্ডোরা নিহত হয়।

ভারতের দাবি, সীমান্তে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

গত মঙ্গলবার সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) কমান্ডো মোতায়েন করেছে। এরপরই সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনারা। সূত্র- ইন্ডিয়া টুডে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি