ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ভারতে ‘গোপনীয়তা’ এখন মৌলিক অধিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ২৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩০, ২৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

গোপনীয়তাকে নাগরিকদের মৌলিক অধিকার বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, সংবিধানের ২১ অনুচ্ছেদ যা জীবনের সুরক্ষা ও স্বাধীনতার নিশ্চয়তা দেয় তাতে গোপনীয়তা অপরিহার্য অধিকার।

এর আগে ১৯৫৪ সালে সুপ্রিম কোর্টের আট সদস্যের সাংবিধানিক বেঞ্চে এম পি শর্মা মামলায় রায় দিয়েছিল, ব্যক্তিগত গোপনতা মৌলিক অধিকার নয়। ১৯৬২ সালে খরক সিংহ মামলায় একই রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের ছয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বিজেপি নেত্বত্বাধীন এনডিএ জোট সরকারের দাবিও ছিল একই রকমের। তাদেরও অভিমত, সংবিধান গোপনীয়তাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়নি। তবে বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালত যুগান্তকারী রায় ঘোষণা করে।

বৃহস্পতিবারের রায়ে ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে একই আদালতের পূর্ববর্তী দুইটি রায় বাতিল হয়ে যায়। এদিনের বেঞ্চে অন্য বিচারপতিরা ছিলেন, জে চেলমেশ্বর, এস এ বোবদে, আর কে আগরওয়াল, আর এফ নরিম্যান, এ এম সাপ্রে, ডি ওয়াই চন্দ্রচূড়, এস কে কৌল ও এস আবদুল নাজির।

সরকারের বায়োমেট্রিক পদ্ধতিতে ১২টি সংখ্যার পরিচয়পত্র (আধার কার্ড) দেওয়ার প্রকল্পের বিরোধিতা করে এক আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির আদালত এ রায় দেন।

ভারতের মানবাধিকার সংগঠনগুলোর মতে, বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে জনগণের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে। কিন্তু এরপরও সরকার এ পদ্ধতিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছিল।

সূত্র: বিবিসি বাংলা।

 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি