ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণে ‘পুরস্কার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণে ভারতের যে সব রাজ্য তুলনায় সফল, তাদের ফের বাড়তি আর্থিক সুবিধা দেওয়ার আশ্বাস দিল দেশটির পঞ্চদশ অর্থ কমিশন।

সোমবার কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভায় কমিশনের চেয়ারম্যান এন কে সিংহ বলেন, যে সমস্ত রাজ্য জন বিস্ফোরণে বাঁধ দিতে সফল, তাদের উৎসাহ দিতে আর্থিক সুবিধা দেওয়ার কথা ভাবছেন তারা। এ নিয়ে দানা বাঁধা বিতর্কে পানি ঢালতে যে কথা বার বার বলছে কেন্দ্র।

বহু রাজ্যের (বিশেষত দক্ষিণের) ক্ষোভ, করের ভাগ হয় জনসংখ্যার ভিত্তিতে। তাই যে সব রাজ্য জনসংখ্যার বিস্ফোরণ রুখতে সফল, তারা পুরস্কৃত হওয়ার বদলে খেসারত গোনে। আর লাভবান হয় গোবলয়ের বিভিন্ন রাজ্য, যেখানে আদতে তা বেড়েছে হুড়মুড়িয়ে। এ দিন কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেন, কেন্দ্র যে কর আদায় করে তার কত অংশ রাজ্যগুলোকে দেওয়া উচিত, সেটির নির্দিষ্ট রূপরেখা আছে। তার দাবি, শুধু জনসংখ্যার নিরিখে ওই করের ভাগ বাড়ানো উচিত নয়। তা করা দরকার রাজ্যের মাথাপিছু আয়, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, পরিবার কল্যাণ কর্মসূচির মতো বিষয় খতিয়ে দেখে।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি