ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ভারতে দলিত ও কট্টর হিন্দুদের সংঘর্ষ: দেড়শ’ বাসে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:২০, ৩ জানুয়ারি ২০১৮

ভারতের মহারাষ্ট্রে দলিত সম্প্রদায়ের বিক্ষোভের ফলে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত সোমবার হিন্দুত্ববাদী ও দলিত সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় একজনের মৃত্যু হয়। তারপরেই দলিত শ্রেণীর হাজার হাজার মানুষ মুম্বাই শহরের উপকণ্ঠসহ মহারাষ্ট্রের বিভিন্ন রাস্তায় নেমে পড়েন। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় দেড় শতাধিক বাসে আগুন লাগিয়ে দেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরই দলিত সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন জায়গায় ১৫০’র বেশি বাসে আগুন লাগিয়ে দেন। এতে বহু জায়গায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। এদিকে আগামী বুধবার মহারাষ্ট্রে রাজ্যব্যাপী হরতালের ডাক দিয়েছেন দলিত নেতা প্রকাশ আম্বেডকার এবং আটটি দলিত সংগঠন।

উল্লেখ্য, গত সোমবার দলিত সংগঠনগুলি ২০০ বছর আগের এক যুদ্ধ জয়ের বিজয় দিবস পালন করতে পুণেতে এক বিশাল সমাবেশ করেছিল। ভীমা কোরেগাঁও যুদ্ধ নামে পরিচিত ওই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী পুণের ব্রাহ্মণ পেশোয়া রাজাদের পরাজিত করেছিল।

ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীতে বেশীরভাগ সদস্যই ছিলেন `মাহার` নামক দলিত শ্রেণীর মানুষ। ব্রাহ্মণ রাজাদের বিরুদ্ধে সেই যুদ্ধজয়কে দলিত সংগঠনগুলি এখন পালন করতে চাইছে হিন্দুত্ববাদী আর এস এস-এর মতাদর্শের বিরুদ্ধে জয় হিসাবে। সেখান থেকেই একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা পাথর ছোঁড়েন। আর এর জেরে শুরু হয় সহিংসতা।

সূত্র: বিবিসি

একে/ এমজে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি