ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ভারতে ধর্মান্ধতার জায়গা নেই: সোনিয়া গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১৬ আগস্ট ২০১৯

ভারতে ধর্মান্ধতা ও গোঁড়ামির কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। 

দেশটির ৭৩ তম স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করে সোনিয়া বলেন, ‘‘যে কোনো অন্যায়, বৈষম্য ও অসহিষ্ণুতা দেখলেই আমাদের তার প্রতিবাদ করতে হবে। এটাই স্বাধীনতার আসল তাৎপর্য।’’ 

তার কথায়, ‘‘৭৩ বছর বয়সি গণতান্ত্রিক ভারতে কুসংস্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িক ভেদাভেদের কোনো জায়গা নেই। অথচ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। একটা জাতি হিসেবে যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।’’

শুক্রবার (১৬ আগস্ট) এক টুইটবার্তায় দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতিস রাহুল গান্ধীও। মোহনদাস কর্মচন্দ গান্ধীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘‘সত্য ও অহিংসার পথে হাঁটলেই আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবো।’’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, রাহুল গান্ধী, গুলাম নবি আজাদসহ অনেক কংগ্রেস নেতা। সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছাও জানান সোনিয়া।

আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি