ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪ মাওবাদী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:৩২, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের ছত্তিশগড়ের মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষে ১৪ মাওবাদী নিহত হয়েছে। অভিযানে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, সোমবার ভোররাত থেকে দুই পক্ষের গোলাগুলিতে কেঁপে উঠে সুকমার কোন্টা ও গোলাপল্লি থানার মধ্যবর্তী জঙ্গল। জেলা পুলিশ, সিআরপিএফ ও স্পেশাল টাস্কফোর্সের জওয়ানদের সঙ্গে মাওবাদীদের এ সংঘর্ষ হয়।

প্রথমে প্রায় ২০০ মাওবাদী নিরাপত্তা বাহিনীকে ঘিরে ফেলে। তবে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান শুরু হলে মাওবাদীরা পিছু হঠতে বাধ্য হয়।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি