ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভারতে মন্দিরে পাঁচিল ভেঙে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২৩ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:১৬, ২৩ আগস্ট ২০১৯

ভারতের উত্তর ২৪ পরগনা জেলায় একটি মন্দিরের পাঁচিল ভেঙে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

শুক্রবার ভোরে জেলার কচুয়ার লোকনাথধাম মন্দিরে এ ঘটনা ঘটে। অতিরিক্ত ভিড়ের চাপেই পদপিষ্টের ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়া ধামে প্রতিবারই ভিড় জমান ভক্তরা। এ বছরও বৃহস্পতিবার রাত থেকেই ভিড় বাড়ছিল মন্দিরে। বিভিন্ন প্রান্তের বহু পুণ্যার্থী কচুয়ার লোকনাথ ধামে ভিড় জমান।

অভিযোগ, ভিড় বাড়লেও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে তা সামাল দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না। তার উপর বৃষ্টি হয়। এরপরই মন্দির সংলগ্ন একটি পাঁচিল ভেঙে পড়ে। ওই দুর্ঘটনার পরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হন পুণ্যার্থীরা।

ভক্তদের অভিযোগ, প্রতিবার ভিড় সামলাতে লকগেটের ব্যবস্থা থাকলেও এবার তা ছিল না। ফলে বহু মানুষের সমাগমে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

আহতদের মধ্যে বেশ কয়েকজন বসিরহাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে পাঁচজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি