ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৩৮, ১৫ ডিসেম্বর ২০১৮

ভারতের কর্ণাটকের চমরজগড়ে একটি মন্দিরের প্রসাদ খেয়ে ১১জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ৮২জন। স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই ঘটনায় মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পতে পারে বলেও জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।    

শুক্রবার ওই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানের পর প্রসাদ বিতরন চলছিল। প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মন্দিরের ভক্তরা।

অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া শুরু করতেই রাস্তাতে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

ওই জেলা প্রশাসনের আধিকারিক জানান, `কোনও ভাবে প্রসাদের সঙ্গে বিষ মিশে গিয়েছে। আমরা প্রসাদ পরীক্ষা করার ব্যবস্থা করেছি।`

এদিকে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে। এছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি