ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভারতে শিশু বিক্রিতে অভিযুক্ত প্রাক্তন সিপিএম কাউন্সিলর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শিশু বিক্রির অভিযোগ উঠেছে ভারতের এক প্রাক্তন সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধে। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ পৌরসভার মল্লিক পাড়া এলাকার ঘটনা এটি।

এলাকাবাসীর অভিযোগ, দু-তিন দিন আগে প্রাক্তন কাউন্সিলর প্রবীর সানি ও তার সঙ্গী হামিদুল ইসলাম ৪-৫ দিনের একটি বাচ্চাকে নিয়ে আসে। সারফুদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে বাচ্চাটিকে লুকিয়ে রাখারও চেষ্টা করে তারা। কিন্তু তার বাড়ির লোকজন শিশুটির পরিচয় জানতে চাইলে অশান্তি বেধে যায়। এরপরই গ্রামের লোকজন বাচ্চাটির কথা জেনে যাওয়ায় প্রবীর বাচ্চাটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে লোকজনের সন্দেহ হওয়ায় বাচ্চাটিকে ঝোপে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত।

পরে পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে। বর্তমানে কড়বেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশুটিকে।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি