ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডের অন্তত ২২ জন নিহত

প্রকাশিত : ১৪:১৯, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:১৯, ১৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

india-fireভারতে উড়িষ্যার ভুবনেশ্বরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক রোগী ও স্বজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাতে পারে।  ধারণা করা হচ্ছে সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালের নীচ তলায় ডায়ালিসিস বিভাগে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এরপরই তা ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। এ সময় বেসরকারি হাসপাতালটিতে প্রায় ৫শ’ রোগী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক টুইট বার্তায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি