ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভারতের বিপক্ষে ভালো অবস্থায় নেই অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২০:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ভারতীয় বোলারদের দাপটে পুনেতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে ভালো অবস্থায় নেই অস্ট্রেলিয়া । রেনশ ও স্টার্কের জোড়া হোফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৫৬ রান তুলেছে সফরকারীরা। পুনেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৮২ রান আসে। ব্যক্তিগত ৩৮ রানে ওয়ার্নার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এরমাঝে ওপেনার রেনশ ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি আদায় করে নেন। ৬৮ রান আসে তার ব্যাট থেকে। দলীয় ২০৫ রানে নবম উইকেট পড়ার পর দশম উইকেট জুটিতে স্টার্ক ও হ্যাজেলউড ৫১ রান যোগ কওে অবিচ্ছিন্ন থেকে দিন পার করে দেন। দিন শেষে স্টার্ক ৫৭ ও হ্যাজেলউড ১ রানে অপরাজিত রয়েছেন। ভারতের হয়ে যাদব ৪টি, অশ্বিন ও জাদেজা নেন ২টি করে উইকেট ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি