ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতি প্রস্তুত

প্রকাশিত : ১৬:০৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:০৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে রং-তুলির আচর দেয়াও শেষ। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতির মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মধ্যরাতেই ফুলে ফুলে ভরে যাবে কেন্দ্রীয় শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। ধুয়েমুছে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি। রং আর আল্পনায় সাজানো হয়েছে পুরো এলাকা। আঁকা হয়েছে দেয়াল চিত্র। অমর একুশে উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশাপাশের বিশাল এলাকাজুড়ে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। এরই অংশ হিসেবে টহল দিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও নিরাপত্তা কন্ট্রোল রুম। বরাবরের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনসহ যাবতীয় দায়িত্ব পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক। শহীদ মিনার ও এর আশপাশের এলাকা নজরদারিতে রাখতে স্পর্শকাতর স্থানগুলোতে কাজ করছে সাড়ে ৮ হাজার পুলিশ সদস্যসহ, র‌্যাব, সোয়াত, বম্ব স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি