ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজধানীবাসী

প্রকাশিত : ১৪:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পাড়া মহল্লায় অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজধানীবাসী। প্রভাতফেরী ও নানা সাংস্কৃতিক আয়োজন ছিল বিভিন্ন স্কুল-কলেজে। খুব উৎসাহ নিয়ে সেসব অনুষ্ঠানে যোগ দিয়েছে শিক্ষার্থীরা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাজধানীর পাড়া মহল্লায় এমন অস্থায়ী শহীদ মিনার। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সবাই। বিভিন্ন এলাকার শহীদ মিনারগুলোতে ছোট ছোট হাতে এ ফুলগুলো মনে করিয়ে দেয় বায়ান্নকে। যেদিন দামাল ছেলেরা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছিল বাংলা ভাষাকে। কোমলমতী এসব শিশুদের এমন প্রভাত ফেরীও দৃষ্টি জুড়ায় সবার। জীবন উৎসর্গ করে মাতৃভাষার অধিকার। ইংরেজী মাধ্যম স্কুলের শিক্ষার্থীরাও যেন সেই মাতৃভাষা বুলে না যায় তাই মাসব্যাপী আয়োজন করেছে অনেক ইংরেজী মাধ্যমের স্কুল। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিভিন্ন স্কুলে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নানা সাংস্কৃতিক আয়োজন ছিল স্কুল গুলোতে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি