ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা

প্রকাশিত : ১৪:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩১, ২১ ফেব্রুয়ারি ২০১৭

কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় জানান বিএনপি নেতারা। মঙ্গলবার ভোরের আলো ফুটার আগে থেকেই জনতার ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের পাশাপাশি পুস্পার্ঘ্য দিয়ে একে একে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক  দলের নেতাকর্মীরাও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান দলীয় নেতারা। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান ওবায়দুল কাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ মিনারে যান বিএনপি নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে তিনি। জানান, গনতন্ত্র পুনরুদ্ধারে একুশকে চেতনায় সংগ্রাম চালিয়ে যাবেন তারা। জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল জাসদ, বাসদ, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কন্ঠে। এর আগে প্রথম প্রহরেও বিভিন্ন দলের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একুশের  চেতনা ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি