ভাষা সংগ্রামীদের কাছে প্রথম বর্ণ পরিচয়ের দুর্লভ সুযোগ
প্রকাশিত : ১৯:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
রক্ত দিয়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে বাঙ্গালী জাতি। বাংলা বর্ণমালার সাথে মিশে আছে শহীদদের রক্ত আর দেশপ্রেমের অনন্য বীরত্বগাঁথা। তাই ভাষা সংগ্রামীদের কাছে প্রথম বর্ণ পরিচয়ের দুর্লভ সুযোগে খুশি শিশুরা।
মায়ের কোলে চড়ে এই শিশু এসেছে ভাষা আন্দোলনের তীর্থভূমি কেন্দ্রীয় শহীদ মিনারে। উদ্দেশ্য, বর্ণমালায় হাতেখড়ি। হাতে হাত রেখে রক্তে অর্জিত বর্ণের সাথে ভাষা সংগ্রামীরা পরিচয় করিয়ে দিচ্ছেন শিশুদের।
নতুন প্রজন্মের হাতে বর্ণমালা তুলে দিতে পেরে আনন্দিত ভাষা সংগ্রামীরা।
আর একুশের চেতনা জাগ্রত রাখতে শিশুদের নিয়ে এমন আয়োজনে খুশি অভিভাবকরা।
কারক নাট সম্প্রদায় ৩০ বছর ধরে আয়োজন করে আসছে এই অনুষ্ঠান।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুরন্ত কিশোর পত্রিকা আয়োজন করে বর্ণমালা উৎসবের। একুশের চেতনায় শিশুরা মনের মাধুরী মিশিয়ে আঁকে প্রাণের বর্ণমালা।
আরও পড়ুন