ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:৫৬, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) নির্বাচন শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে আসছেন অভিভাবকরা।

ভোটকেন্দ্রের বাইরের পুরো বেইলি রোডপাড়ায় এখন এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে কেন্দ্রের বাইরের অভিভাবকদের দীর্ঘলাইন দেখা গেছে।

সেখানে আগত ভোটারদের শিক্ষাপ্রতিষ্ঠানের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।

কলেজ শাখার এক শিক্ষার্থীর অভিভাবক মো. সাইফুল ইসলাম বলেন, যারা এই প্রতিষ্ঠানের কোনো প্রকার ভর্তিবাণিজ্য করবে না এবং সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবে, আমরা তাদেরই ব্যালটের মাধ্যমে নির্বাচিত করব।

আগামী দুই বছর প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হবে। এ নির্বাচনে প্রার্থী হয়েছেন ৩৩ জন। ২৩ হাজারের বেশি ভোটার ভোট দেবেন এবারের নির্বাচনে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি