ভিগোকে ১-০ গোলে হারিয়েছে দেপোর্তিভো আলাভেস
প্রকাশিত : ১০:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১৭
কোপা দেল রে ফুটবলে সেমিফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল দেপোর্তিভো আলাভেস।
ফাইনালে উঠার লড়াইয়ে ম্যাচের প্রথম থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের গোলেই জয় নিশ্চিত হয় দেপোর্তিভো আলাভেসের। ৮২ মিনিটে ম্যাচের এক মাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার এডগার মেনডেজ। দুই লেগ মিলিয়ে জয়ী দল খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠা বার্সেলোনার সাথে।
আরও পড়ুন