ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ভিশন টোয়েন্টি থার্টি’র আওতায় শিল্পায়ন আর কৃষিভিত্তিক শিল্প স্থাপনের উদ্যোগ দিয়েছে সৌদি সরকার

প্রকাশিত : ১৪:৪৮, ২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪৮, ২ জানুয়ারি ২০১৭

ভিশন টোয়েন্টি থার্টি’র আওতায় শিল্পায়ন আর কৃষিভিত্তিক শিল্প স্থাপনের উদ্যোগ দিয়েছে সৌদি সরকার। এতে কর্মসংস্থানের সুযোগ হবে বাংলাদেশীসহ অনেক বিদেশী শ্রমিকের। এক্ষেত্রে বাংলাদেশী শ্রমিকরা অগ্রাধিকার পাবে বলে মনে করছেন সৌদি আরবে বাংলাদেশী রাষ্ট্রদূত। সৌদি আরবের ধু ধু মরুভূমির মাঝে, এ যেন অন্য এক বাংলাদেশ। চারদিকে সবুজের সমারোহ। আবাদ হচ্ছে বাংলাদেশী নানা ধরণের সবজি। প্যাকেজাত করে পাঠানো হচ্ছে সৌদি আরবের বিভিন্ন বাজারে। তাবুক, খামিস মশায়েত, তাইফের বড় বড় এসব খামারের মালিক প্রবাসী বাংলাদেশীরা। আয়ও কম নয়। আর এই কৃষিক্ষেত্রকেই প্রসারিত করতে ভিশন টোয়েন্টি থার্টি নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার। এরইমধ্যে নয়টি প্রদেশকে কৃষি অঞ্চল ঘোষণা করা হয়েছে। প্রবাসী খামারীরা বলছেন, এর ফলে বাংলাদেশী শ্রমিকদের কাজের সুযোগ বাড়বে। সৌদি সরকারের এই কৃষি বিপ্লবে কয়েক লাখ বাঙালি শ্রমিকের কাজের সুযোগ হবে বলে আশা করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। তেলের ওপর নির্ভরতা কমাতে কৃষি ও শিল্প উন্নয়নভিত্তিক ভিশন টোয়েন্টি থার্টি প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি