ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ভিড় বাড়ছে বাণিজ্য মেলায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ১৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৫৮, ১৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ক্রেতার ভিড় বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্রেতা টানতে মূল্যছাড়সহ বিভিন্ন অফার রেখেছেন ব্যবসায়ীরা। তবে মেলায় এখনো ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি বলে দাবি করছেন তারা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের ভীড়। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে লোকসমাগম।

মেলায়  কাপড় ও গৃহস্থালি পণ্যের স্টলগুলোতেই বেশি ভিড়। বিক্রেতারা বলছেন মেলায় লোকসমাগম হলেও এখনো বিক্রি কিছুটা কম। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন।

ক্রেতারা বলছেন, স্টলে-স্টলে ঘুরে যাচাই করছেন পণ্যের মান। 

ক্রেতা আকর্ষণে  বরাবরের মতো এবারও রয়েছে মূল্যছাড়সহ নানা অফার। বাবা-মার সাথে মেলা ঘুরে নাগরদেলাসহ বিভিন্ন রাইডে চড়ছে শিশুরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি