ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভূতের চরিত্রে ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১২ অক্টোবর ২০২২ | আপডেট: ২২:০১, ১২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো ভূতের চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন ক্যাটরিনা কাইফ। হরর কমেডি সিনেমাটির নাম ‌‘ফোন ভূত’। 

এই সিনেমাতে তার সঙ্গে আছেন ঈশান খাত্তার ও সিদ্ধান্ত চতুর্বেদী। গতকাল সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। এখানে আত্মারাম চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে।

চলতি বছরের শুরুতে বলিউডে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরাণার ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তাই ‘ফোন ভূত’ সিনেমা নিয়েও নির্মাতারা আশাবাদী।

গুরমীত সিং পরিচালিত ‘ফোন ভূত’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। সিনেমাটি প্রযোজনা করেছেন রিতেশ সিদ্বানী ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট। সিনেমার কাহিনী লিখেছেন রবি শঙ্করান ও জসবিন্দর সিং বাথ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি