ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ভূমিকম্প ও বজ্রপাতে জনসাধারণের মাঝে আরো সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৪২, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৪২, ১৩ অক্টোবর ২০১৬

ভূমিকম্প ও বজ্রপাতে জানমালের ক্ষতি কমাতে ঝুঁকি হ্রাসের কৌশল বিষয়ে জনসাধারণের মাঝে আরো সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করারও নিদের্শ দেন। ‘টেল টু লিভ’ অর্থাৎ ‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে’ এই প্রতিপাদ্য নিয়ে ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের কার্যক্রম উদ্বোধন করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেকোনো দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি সংস্থাসহ সর্বসস্তরের জনগণকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এসময় তিনি আরো বলেন, সেই সাথে ভূমিকম্প মোকাবেলায় জরুরি উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য সরঞ্জামাদি ক্রয় করে আর্মড ফোর্সেস ডিভিশন এবং ফায়ার সার্ভিস ডিফেন্সকে হস্তান্তর করেছে। তিনি আরো বলেন, সারাদেশে ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ অব্যাহত আছে। জলাবদ্ধতা নিরসনে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাঁচ হাজার ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। দুর্যোগ মোকাবেলায় দেশের প্রতিটি জেলায় প্রশিক্ষণের মাধ্যমে সে¦চ্ছাসেবক তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি