ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ভেজাল ওষুধের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর যুদ্ধের আহ্বান

প্রকাশিত : ১৯:১০, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:১০, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ভেজাল ওষুধের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহখালিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, সরকার ভেজাল ওষুধ তৈরির ৬৮টি কোম্পানী বন্ধ করেছে। এরমধ্যে ২৩টি স্থায়ী এবং বাকিগুলো সাময়িকভাবে। এসব কোম্পানী চালু করে দিতে রাজনীতিবিদ, ব্যবসায়ী মহলের তদবির আমলে নেয়া হয়নি বলে জানান নাসিম। মন্ত্রী আরো বলেন, প্রয়োজনে ভেজাল ওষুধের কোম্পানী একশটি হলেও বন্ধ করা হবে। এসময় চিকিৎসকদের আরো বেশী দক্ষ হয়ে ওঠার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি