ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:১২, ২৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ভেদাভেদ ভুলে দেশের শান্তি সমৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঈদ সব শ্রেনী পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। 

সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এসময় সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রশীদা হামিদ।

রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষ, পেশাজীবী, রাজনীতিক, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে।

পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ বাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় বলেন, ইসলাম শান্তি ও সম্প্রিতির ধর্ম। হিংসা-বিদ্বেষের কোনো স্থান ইসলামে নেই।

সৌহার্দময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদনের কথাও স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি।

ঈদ অনাবিল আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি