ঢাকা, সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫

ভোজ্যতেলের লিটারে বাড়ল ৬ টাকা, আজ থেকে কার্যকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

নতুন করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে। লিটারে ৬ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের দাম ১৯৫ টাকা করা হয়েছে। যা আজ সোমবার থেকেই কার্যকর।

রোববার (৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন থেকে বোতলজাত ৫ লিটার সয়াবিনের দাম ৯৫৫ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৬ টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক লিটার তেলের দাম ৬ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ১৯৫ টাকা, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের ক্যান ৯৫৫ টাকা, এক লিটার খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা এবং এক লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে, নতুন দাম ৮ ডিসেম্বর সোমবার থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, সম্প্রতি কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ান ব্যবসায়ীরা। ফলে নতুন করে বাজারে আসা ৫ লিটারের বোতল ৯৬৫ টাকায় কিনতে বাধ্য হন ক্রেতারা। যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা। পাশাপাশি ১৮৯ টাকা দরে এতদিন বিক্রি হওয়া বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দামও সম্প্রতি বেড়ে হয় ১৯৮ টাকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি