ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

ভোটাধিকার রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার বিকল্প নেইঃ খন্দকার মোশাররফ

প্রকাশিত : ১৯:০৮, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৮, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ভোটাধিকার রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ’কথা বলেন। খন্দকার মোশাররফ দাবি করেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সিনিয়র নেতাদের সাজা দিয়ে তাঁদের নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে। আলোচনায় স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে সরকার বিএনপির গণজোয়ারে ভেসে যাবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি