ভ্যালেন্সিয়ার সাথে ২-১ গোলে হেরেছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ
প্রকাশিত : ১০:২০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:২০, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় ভ্যালেন্সিয়ার সাথে ২-১ গোলে হেরেছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় প্রথমেই পিছিয়ে পরে রিয়াল। ৪ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন ফরোয়ার্ড সিমোনে জাজা। ৯ মিনিটে আরো একটি গোল করে দলের ব্যবধান বাড়ান মিডফিল্ডার ফাবিয়ান ওরেয়ানা। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে জিদানের শিষ্যরা। ৪৪ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করে ব্যবধান কমান ২-১তে। দ্বিতীয়ার্ধে আর গোল না হলে হার নিয়ে মাঠ ছাড়ে বেল, বেনজেমারা। চলতি মৌসুমের এটি রিয়ালের দ্বিতীয় হার। ২২ ম্যাচে ৫২ পয়েন্টে রিয়ালের অবস্থান শীর্ষে। আর এক ম্যাচে বেশি খেলে ২৬ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া রয়েছে টেবিলের ১৪ নম্বরে।
আরও পড়ুন