ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ভ্রাম্যমাণ বাসে আরএফএল পণ্যের প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আরএফএল এর দুই শতাধিক নতুন পণ্যসহ গৃহস্থালি প্লাস্টিক পণ্যের সাথে ক্রেতাদেরকে পরিচয় করিয়ে দিতে ভ্রাম্যমাণ বাসে পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৫শ পণ্য প্রদর্শন করা হচ্ছে।

ডিউরেবল প্লাস্টিকস লিমিটেড এর প্রধান বিপণন কর্মকর্তা রাশেদ উল আলম জানান, ক্রেতাদের দৌড়গোড়ায় আরএফএল এর গৃহস্থালি প্লাস্টিক পণ্য পৌঁছে দেয়া এ প্রদর্শনীর মূল লক্ষ্য। এখান থেকে ক্রেতারা আরএফএল এর সব ধরনের প্লাস্টিক পণ্য সর্ম্পকে ধারনা নিতে পারবেন। এছাড়া ক্রেতারা সরাসরি পণ্যের অর্ডারও দিতে পারবেন। পরে সেটি হোম ডেলিভারি করা হবে।

রোববার রাজধানীর বাড্ডা থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এসময় আরও উপস্থিত ছিলেন ডিউরেবল প্লাস্টিকস লিমিটেড এর হেড অব অপারেশন তৌকিরুল ইসলাম।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি