ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভয়াবহ দূষণ ও দখলের কবলে, রাজধানীর অভিজাত এলাকার উত্তরা

প্রকাশিত : ০৯:২৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫১, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ভয়াবহ দূষণ ও দখলের কবলে, রাজধানীর অভিজাত এলাকার উত্তরার পাঁচ নম্বর সেক্টরের, এক মাত্র লেকটি। প্রতিনিয়ত, পানিতে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এক দিকে, পানি যেমন দুষিত হচ্ছে; অপর দিকে, ভড়াট হয়ে যাচ্ছে লেকটি। চারপাশের, অধিকাংশ ভাঙ্গা রাস্তার সংস্কার তো দূরে থাকুক, নূন্যতম রক্ষণাবেক্ষনও নেই। দায়িত্ব নিয়ে দড়ি টানাটানি করছে সিটি কর্পোরেশন ও রাজউক। এক সময়, অবসর কাটাতে, উত্তরা ৫ নম্বর সেক্টরের, এই লেকের পাশে আসতো, রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। কিন্তু এখন আর সেই পরিবেশ নেই। আসার কোন জো ও নেই; কারণ, ক্রমেই এটি পরিণত হচ্ছে আবর্জনার ভাগাড়ে। প্রতিনিয়ত পড়ছে আবর্জনা; আর সংস্কার?- সে তো কবে হয়েছে কেউ বলতেও পারে না। পঁচা আবর্জনার এসব স্তুপের, দূর্গন্ধে লেকের আশে-পাশে হাটা-চলা করাও দায়। মশামাছি, আর পোকামাকরের বসতি, জোড়দার হচ্ছে পাল্লা দিয়ে। হুমকিতে, জনস্বাস্থ্যও। লেকের যখন, এমন করুন দশা, তখন মালিকানা কার সেই রশি টানা টানিতে ব্যাস্ত সিটি কর্পোরেশন আর রাজউক। অবশ্য, এই অর্থ বছরে, লেকের সংস্কারের আশার বাণী শোনালেন কেউ কেউ। তবে আশ্বাসের বানী না শুনিয়ে, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি