ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে দেশঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৩০, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৩০, ২৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কল্যাণপুরে দ্রুত পদক্ষেপ নেয়ায় ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সন্ত্রাস দমনে জনগণকে ঐক্যবদ্ধ করে জঙ্গি দমনে কার্যকর ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন কয়েকজন জেলা প্রশাসক। পরে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, উন্নয়ন যেমন করতে হবে, তেমনি দেশের মানুষকে নিরাপত্তাও দিতে হবে। একক প্রশাসনিক প্রচেষ্টায় জঙ্গিবাদ সন্ত্রাস মোকাবেলা করা সম্ভব নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সম্মিলিতভাবে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে। অহেতুক প্রকল্প না নিয়ে অঞ্চল ভিত্তিক সমস্যা সমাধানে স্থায়ী সমাধান খোঁজার নির্দেশ দেন  প্রধানমন্ত্রী। সর্বশেষঃ আজ জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি