ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মডেল স্বীকৃতি পেল স্কয়ার হাসপাতালের ফার্মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ১৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:১৭, ১৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মডেল ফার্মেসির স্বীকৃতি পেয়েছে স্কয়ার হাসপাতালের ফার্মেসিগুলো। দেশে খুচরা ঔষধ বিক্রয় বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ডিজাইনিং এন্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি ফর অ্যাক্রিডিটেড ড্রাগ সেলার মডেল বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প এক অনুষ্ঠানের মাধ্যমে এ স্বীকৃতি দেয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মো. মোস্তাফিজুর রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন, ওষুধ প্রশাসন অধিদপ্তরে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রতিনিধি, বিপিএমআই প্রকল্প প্রতিষ্ঠাকারি প্রতিষ্ঠানের (এমএসএউচ) প্রতিনিধি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতারা।

অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান বলেন, স্কয়ার হাসপাতাল ফার্মেসি মডেল ফার্মেসির সকল বৈশিষ্ট্য পূর্ণরূপে অনুসরণ করায় এ স্বীকৃতি পেল। দেশের অন্যান্য ফার্মেসিগুলোরও স্কয়ার হাসপাতাল ফার্মেসির এই মডেল অনুসরণ করা উচিত।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকেই স্কয়ার হাসপাতাল বি.ফার্ম ও এম.ফার্ম. ডিগ্রীধারি গ্রেড-এ রেজিষ্ট্রেশনপ্রাপ্ত ফার্মাসিস্টদের মাধ্যমে সার্বিক সেবা প্রদান করছে। এছাড়া এখানে প্রশিক্ষিত ফার্মাসিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট ও ফার্মেসি শিক্ষানবিশরা ভোক্তাদের কাছে সুষ্ঠভাবে ঔষধ বিতরণ, সংরক্ষণ ও নিরাপদ ব্যবহারের দায়িত্বে নিয়োজিত রয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি