ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

খাশোগি হত্যা

মরদেহের সন্ধান চায় জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির মরদেহ কোথায় রাখা হয়েছে তা জানতে চেয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক নতুন হাইকমিশনার মিশেল বাশলেত এ বিষয়ে পদক্ষেপ নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, খাশোগির মরদেহের ময়নাতদন্ত করা জরুরি। এ জন্য মরদেহ কোথায় রয়েছে তা জানা দরকার। তাই তিনি সৌদি আরবকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

একইসঙ্গে তিনি হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার দাবি জানান।

তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের তদন্ত নিরপেক্ষ হওয়া জরুরি।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে খ্যাতনামা সাংবাদিক খাশোগিকে হত্যা করে সৌদি ঘাতক টিম। গত বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে রোষানলে পড়েন ৫৯ বছর বয়সী খাশোগি।

পরে তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে চলে যান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ যুবরাজের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লিখেছিলেন খাশোগি। অভিযোগ রয়েছে, যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যা সংঘটিত হয়েছে।

 

তথ্যসূত্র: পার্সটুডে

 

 

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি