মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে ৪ পুলিশ সদস্য আহত
প্রকাশিত : ১৮:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে, ৯টি বন্দুক, ৩০ রাউন্ড তাজা গুলি।
গেলো সোমবার রাতে মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ওসি জানান, পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতদল পুলিশের উপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। পরে ডাকাতদল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্রসহ চিহ্নিত ডাকাত জুনুকে গ্রেফতার করা হয়। ডাকাতের গুলিতে আহত হয় পুলিশের চার সদস্য। তাদের মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন