ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মাদক নিঃশেষ করার আগ পর্যন্ত যুদ্ধ চলবে: দুতার্তে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের ব্যাপক নিন্দা সত্ত্বেও দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আর এই যুদ্ধ মাদক নিঃশেষ করার আগ পর্যন্ত চলবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

গতকাল সংসদে দেওয়া বক্তব্যে দুতার্তে বলেন, মাদকের বিরুদ্দে যুদ্ধ বিরতিহীনভাবে চলবে। এ যুদ্ধ থেকে অমাাদের পিছু হঠানো যাবে না। জাতিসংঘসহ পশ্চিমাবিশ্বের বক্তব্যের বিষয়ে দুতার্তে বলেন, যে যাই বলুক আমরা এ যুদ্ধ চালিয়ে যাবো।

মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, তা মাদকাসক্ত পরিবারকে নতুন জীবন দান করার জন্যই চালানো হচ্ছে বলে জানান তিনি। এসময় পশ্চিমাবিশ্বসহস সমালোচকদের সমালোচনার জবাবে দুতার্তে বলেন, আমরা মানুষের মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন আর আমি উদ্বিগ্ন তাদের জীবন নিয়ে। মাদক হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

উল্লেখ্য, মানবাধিকার গোষ্ঠীগুলো প্রথম থেকেই দুতার্তের সমালোচনা করে আসছেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি