ঢাকা, শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫

ডিআরইউসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা

মানবকণ্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ১৩ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে অফিসে কর্মরত অবস্থায় মোবাইল ফোনে তাকে হুমকি দেয় সাজাদুল হক নাইম নামে এক দুর্বৃত্ত।

এ বিষয়ে রাজধানীর খিলক্ষেত থানায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সাধারন ডায়েরি (নং ৮১৯) করেন তিনি। জাহাঙ্গীর কিরণ জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ), রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্য।

এছাড়াও তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার সাধারন সম্পাদক। 

জিডিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খিলক্ষেতের বরুয়ায় মানবকণ্ঠের অফিসে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বার্তা সম্পাদক সিকান্দার ফয়েজের সঙ্গে নিউজ সংশ্লিষ্ট বিষয়ে মিটিং করার সময় তার মোবাইল নাম্বারে ০১৯০১-২০৪২০১ নাম্বার থেকে বেশ কয়েকটি কল আসে। 

জরুরি মনে করে মিটিংয়ের মধ্যেই ফোন রিসিভ করেন তিনি। আর সঙ্গে সঙ্গেই উক্ত নাম্বার থেকে কল করা ব্যাক্তি তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এক পর্যায়ে তাকে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। পরবর্তীতে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, হুমকিদাতা কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন বড়হাটি গ্রামের লোক। তার পুরো নাম সাজ্জাদুল হক নাঈম। বাবার নাম সাঈদ এবং মায়ের নাম মদিনা। এলাকায় সে দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত। 

ডিআরইউসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা :

এদিকে সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক গঠন। 

পৃথক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষে সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারন সম্পাদক শওকত আলী খান লিথো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। 

একইসঙ্গে হুমকীদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানান।

এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি