ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন নৌসেনা কুলভূষণ যাদব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া নৌসেনা কুলভূষণ যাদব মানসিকভাবে বেশ ভেঙ্গে পড়েছেন বলে জানিয়েছে ভারত সরকার।

পাকিস্তানের শেখানো কথা বলতে যাদবকে বেশ চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানানো হয়েছে। যাদবের সঙ্গে ভারতীয় ডেপুটি কমিশনার গৌরব আলুওয়ালিয়ার সাক্ষাতের কয়েক ঘণ্টা পর এ কথা জানাল ভারত।

২০১৭ সালে পাকিস্তানের সামরিক আদালত ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। আন্তর্জাতিক আদালতের চাপে পাকিস্তানের তরফ থেকে যাদবকে কূটনীতিক সহায়তা দেয়া হয়। এরই ধারাবাহিকতায়, যাদবের সঙ্গে এক সাব জেলে দেখা করেন ভারতীয় ডেপুটি কমিশনার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি