ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

মানিকগঞ্জের নৌপথে যান পারাপারে উন্নতি হয়নি এখনও

প্রকাশিত : ১৩:৩৬, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৩৬, ২৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যান পারাপারে এখনও উন্নতি হয়নি। আজকেও ঘাটে বাস,ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি । বিআইডব্লউটিসি কর্র্তৃপক্ষ জানায় তীব্র স্রোতের বিপরীতে চলাচল করতে গিয়ে ১৮টি ফেরির মধ্যে ৪টি বিকল হয়ে গেছে।  ফলে পারাপারে সময় লাগছে। পদ্মা নদীতে তীব্র স্রোত আর বেশ কয়েকটি ফেরি বিকল থাকায় গত তিনদিন ধরেই এই নৌ রুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। প্রতিটি যানবাহনকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে চার ঘন্টা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি