ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

মানুষের অর্থনৈতিক উন্নয়নে নিরলস কাজ করে যাবে আল আরাফাহ ইসলামী ব্যাংক

প্রকাশিত : ১৮:২০, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২০, ৪ অক্টোবর ২০১৬

মুক্তিযোদ্ধা ও কৃষকসহ সর্বস্তরের মানুষের অর্থনৈতিক উন্নয়নে  আল আরাফাহ ইসলামী ব্যাংক নিরলস কাজ করে যাবে বলে জানান ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ। মঙ্গলবার সকালে প্রধান কার্যালয়ে ব্যাংকটির ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ ঘোষনা দেন তিনি। মঙ্গলবার সকাল ১১টায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ। এসময় ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আব্দুস সামাদ বলেন, ১৯৯৫ সালে চালু হওয়ার পর থেকে ইসলামী শরীয়াহ ভিত্তিক এই ব্যাংকটি দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছে । সারাদেশে ১৩৭ টি শাখা ছাড়াও ৫১টি এজেন্ট ব্যাংকের মাধ্যমে  প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। চলতি বছরের গেলো মাস পর্যন্ত সময়ে ব্যাংকটির আমানত ২০ হাজার ৬ শ ১০ কোটি টাকা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি