ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

মাভাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিভাগের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। 

এরপর এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে কেক কাটা হয় এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুস সাদেকীন। এসময় ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মুজিবসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি