মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী
প্রকাশিত : ১৮:৪৮, ৯ আগস্ট ২০১৮

ফিলিস্তিন অভিবাসী পরিবারের মেয়ে রাশিদা তিলাইব আমেরিকার প্রথম মুসলিম নারী হিসেবে আসছে জানুয়ারিতে কংগ্রেসম্যান হতে যাচ্ছেন। এর আগে তিনি মিশিগান আইনসভায় প্রথম নির্বাচিত মুসলিম নারী সদস্য ছিলেন। এ পদে তিনি সর্বোচ্চ ছয় বছর দায়িত্ব পালন করেন।
এক টুইট বার্তায় রাশিদা তিলাইব বলেন, ‘আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। কংগ্রেসে আপনাদের স্বার্থরক্ষায় লড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
রাশিদা তিলাইব সাবেক রিপ্রেজেনটেটিভ জন কনেয়ার্সের স্থলাভিষিক্ত হলেন। দীর্ঘদিনের কংগ্রেসম্যান ও নাগরিক অধিকার আইকন কনেয়ার্স গত বছর তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে পদত্যাগ করেন।
৪২ বছর বয়সী তিলাইব ডেট্রয়েটের অধিবাসী। ফিলিস্তিনি অভিবাসী পরিবারের মেয়ে হিসেবে তার পরিবারে তিলাইবই প্রথম হাইস্কুল ডিপ্লোমা অর্জন করেন। তারপর কলেজ ডিগ্রি ও ল ডিগ্রি।
কংগ্রেস নির্বাচনে আরও কয়েকজন মুসলিম নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ওই সব ডিস্ট্রিক্টে এখনো প্রাইমারি অনুষ্ঠিত হয়নি। এদের মধ্যে রয়েছেন মিনেসোটা স্টেট রিপ্রেজেনটেটিভ ইলহান ওমর, আরিজোনা থেকে সিনেটে লড়ছেন ডিড্রা আবুদ এবং ম্যাসাচুসেটসের তাহিরা আমাতুল-ওয়াদুদ।
এমএইচ/ এসএইচ/
আরও পড়ুন