ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মার্কিন ফার্স্টলেডির দায়িত্ব তেরেসা মের স্বামীর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আগামী বৃহস্পতিবার ব্রিটেন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া। সপ্তাহজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় ব্যস্ত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এ সময় অনেকটাই নিঃসঙ্গ থাকবেন মেলানিয়া। হয়তো সময় কাটতে চাইবে না তার। মেলানিয়ার সময় যাতে ভালো কাটে সে ব্যবস্থাই করা হয়েছে।

ট্রাম্প ও তেরেসা যখন আলোচনায় ব্যস্ত থাকবেন, তখন নিঃসঙ্গ মেলানিয়াকে সময় দেবেন তেরেসা মের স্বামী ফিলিপ মে। তার মনোরঞ্জনের ব্যবস্থাও করবেন তিনি।

ফিলিপ মে’র বয়স ৬০ বছর। পেশায় তিনি একজন ব্যাংকার। ৪৮ বছর বয়সী মেলানিয়া খ্যাতনামা সাবেক মডেল।

তবে মেলানিয়ার মতো ততটা পরিচিত নন ফিলিপ। একে অপরের সঙ্গে আগে কখনও সাক্ষাৎ হয়নি তাদের। তবে এই দায়িত্ব পেয়ে ফিলিপ অত্যন্ত খুশি বলে জানিয়েছেন মে নিজেই।

সানডে টাইমসকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (ফিলিপ) মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উন্মুখ হয়ে আছেন। কানাডায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে তারা উভয়েই ছিলেন কিন্তু সময় স্বল্পতার কারণে সেখানে তাদের সাক্ষাৎ হয়নি।

মেলানিয়ার বিনোদনের জন্য ফিলিপ কী পরিকল্পনা করেছেন তা এখনও জানা যায়নি। তবে এই সফরে ট্রাম্প ও তার স্ত্রী লন্ডন ঘুরে দেখার সুযোগ পাবেন না বলে মনে করা হচ্ছে। খুব সম্ভবত সফরকালে লন্ডনে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বেন তারা।

এরইমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ট্রাম্পকে যথাসম্ভব রাজধানীর বাইরে রাখা হবে। ট্রাম্পের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের সম্ভাবনাই এ কারণ বলে মনে করা হচ্ছে।

সূত্র : নিউজউইক

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি