ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মার্কিন সিনেটর ম্যাককেইন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:৩৩, ২৬ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন মারা গেছেন। স্থানীয় সময় গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জন ম্যাককেইন ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আরিজোয়ানা থেকে ছয়বারের নির্বাচিত সিনেটর ছিলেন তিনি। তাকে তার সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের অন্যতম বিবেচনা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের ওপর প্রকাশ্যেই নিজের বিরোধিতার কথা জানিয়ে আসছিলেন ম্যাককেইন।

যুদ্ধ সময়ের এই কারাবন্দির অন্তিম মুহূর্তে তার পাশে ছিলেন তার স্ত্রী সিনডি ও পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ম্যাককেইনের মৃত্যুতে রিপাবলিকান পার্টিতে শূন্যতা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে রিপাবলিকানরা মধ্যে দেশে ও বিদেশ থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে প্রতিরোধ জারি করেছিলেন ম্যাককেইন।

সূত্র : দ্য গার্ডিয়ান

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি