ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মালাগার সাথে ২-২ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়া

প্রকাশিত : ১৪:১২, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১২, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

লা লিগায় মালাগার সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলো ভ্যালেন্সিয়া। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের মাঠে এগিয়ে যায় মালাগা। ৩ মিনিটে মিডফিল্ডার পাবলোর গোলে লিড নেয় তারা। তবে, ৪ মিনিট পরেই গোল করে দলকে সমতায় ফেরান ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড রদ্রিগো। ৩৪ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মেডরানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকেরা। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে মালাগা। ম্যাচের অতিরিক্ত সময়ে মিডফিল্ডার পাবলো আরো একটি গোল করলে হার এড়াতে সক্ষম হয় মালাগা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি