ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মালালা হামলায় দণ্ডিত জঙ্গি জেল ভেঙে উধাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২০

পাকিস্তানের মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

পাকিস্তানের মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

মালালা ইউসুফজাইর হামলাকারী প্রাক্তন তালেবান নেতা এহসানউল্লাহ এহসান পাকিস্তানের জেল ভেঙে পালিয়েছে । ২০১২ সালে মালালাকে লক্ষ্য করে গুলি করেছিল এই এহসানই। এছাড়া ২০১৪ সালে পেশোয়ারের সেনা স্কুলে হামলা চালানোর পেছনেও ছিল এই জঙ্গি। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার এই খবর দিয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার একটি অডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। তাতে এহসান বলছে, পাক নিরাপত্তা বাহিনীর বিশেষ জেলখানা থেকে গত ১১ জানুয়ারি পালিয়েছে সে। কারণও ব্যাখ্যা করেছে। ২০১৭ সালে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছিল এহসান। সে সময়ে তাকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এহসানের অভিযোগ, কথা রাখেনি পাকিস্তান সরকার। 

অডিও ক্লিপে এহসানকে বলতে শোনা গেছে— ‘ঈশ্বরের কৃপায় ১১ জানুয়ারি আমি জেল ভেঙে পালাতে সফল হয়েছি।’ এহসান এখন কোথায় রয়েছে, তা অবশ্য জানায়নি। তবে বলেছে, খুব শীঘ্রই ভবিষ্যত পরিকল্পনা জানাবে সে। 

নারী-শিক্ষা প্রচারের কারণে ২০১২ সালে মালালাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এহসান। সে দিনের কিশোরী এখন নোবেল পুরস্কার জয়ী ২২ বছরের তরুণী। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলেও গুলি চালায় ৮-১০ জন জঙ্গি। তাতেও জড়িত ছিল এহসান। ১৪৯ জন খুন হয় ওই সন্ত্রাস হামলায়। তার মধ্যে ১৩২ জনই স্কুল ছাত্রছাত্রী।

এহসানের দাবি, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তিন বছরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। অডিও ক্লিপে সে বলেছে, ‘আমাকে বলা হয়েছিল তিন বছর জেলে রাখা হবে। কিন্তু এ দেশের প্রশাসন চুক্তি ভেঙে আমাকে ও আমার সন্তানদের জেলে বন্দি করে রেখেছিল সময় পেরনোর পরেও। তাতেই পালানোর সিদ্ধান্ত।’


এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি