ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ

প্রকাশিত : ১৪:২৯, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:২৯, ৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার তেত্রিশতম জন্মদিন আজ। নড়াইলে ১৯৮৩ সালের ৫ই অক্টোবর জন্মগ্রহন করেন তিনি। ক্রিকেটের সীমানা ছাড়িয়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণার নিরন্তর উৎস মাশরাফি। জীবনের পথচলায় তার ৩৩ পূর্ণ হলো তাঁর।  ক্রিকেট ক্যারিয়ারে ৩৬ টেস্ট ম্যাচে ৭৮ উইকেট নেওয়ার পাশাপাশি তিন ফিফটিসহ ৭৯৭ রান করেন তিনি। আর ১৬৩টি ওয়ান্ডে ম্যাচ খেলে উইকেট নেন ২০৮টি। বোলিংয়ের সফলতার পাশাপাশি একজন দক্ষ অধিনায়ক হিসেবে সবার কাছে গ্রহনযোগ্যতা পেয়েছেন ম্যাশ।  ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ চলতি বছর ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপেও তিনি বাংলাদেশর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি