ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মিথ্য মামলা দিয়ে সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার ষঢ়যন্ত্র

প্রকাশিত : ১৮:০৩, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:০৩, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্য মামলা দিয়ে সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার ষঢ়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতারা। কোতোয়ালী থানা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকার ফ্যাসিস্ট কায়দায় দমন পীড়নের পথ বেছে নিয়েছে। এসময় সরকারের অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ অন্যান্যর উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি