ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মিথ্যা জন্মদিন দেওয়ায় নেপালের প্রধান বিচারপতি অপসারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ১৫ মার্চ ২০১৮

সনদপত্রে জন্মদিনের মিথ্যা তারিখ দেওয়ায় নেপালের প্রধান বিচারপতি গোপাল পারাজুলিকে অপসারণ করা হয়েছে।

বুধবার তাকে প্রধান বিচারপতির পদ থেকে অপাসারণ করে জুডিশিয়াল কাউন্সিল।

অতিরিক্ত সময় পদে আঁকড়ে থাকার জন্যই তিনি জন্মদিনের মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়।

জুডিশিয়াল কাউন্সিলের মতামতে বলা হয়, তার আরও ৬ মাস আগে গত আগেস্টে দায়িত্ব থেকে অবসর নেওয়া উচিত ছিলো। ওই সময় তার চাকরির বয়সসীমা ৬৫ অতিক্রম করে।

কাউন্সিলের সচিব নড়িপুজ নিরওয়া বলেন, তদন্তে যখন বের হয়ে আসলো যে, গত আগস্টে তার বয়স ৬৫ অতিক্রম করেছে। এরপররেই তাকে প্রত্যাহার করা হয়।

গত ফেব্রুয়ারীতে নেপালের সর্বাধিক দৈনিকের বিরুদ্ধে মামলা করেন গোপাল পারাজুলি। তিনি অভিযোগ করেন, অহেতুক তার বিরুদ্ধে মিথ্যা জন্মদিন দেয়ার আনা হয়েছে।

এছাড়াও তিনি আরও কয়েকজন সুশীল সমাজের প্রতিনিধির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দেন তার বয়স নিয়ে কথা বলায়।

 

টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি