ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মিরপুর শাহ আলী প্লাজায় টেকনো মোবাইলের দুটি ব্র্যান্ড শপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সম্প্রতি ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম স্মার্টফোন ফোন ব্র্যান্ড টেকনো মোবাইল ঢাকা মহানগরীর মিরপুর শাহ আলী প্লাজা শপিং কমপ্লেক্স এর লেভেল -০২ (শপ নং ৪০ এবং ৪৩) এতাদের দুইটি এক্সক্লুসিভ ব্র্যান্ড শপের উদ্বোধন করেছে।

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্রানশান বাংলাদেশ লিমিটেডের  সিওও শ্যামল সাহা, বিক্রয় ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেজাউল হাসান, বিভাগীয় বিক্রয় প্রধান মো. শফিউল আলম, আমন্ত্রিত মিডিয়া সাংবাদিকসহ বিশিষ্ট আরও অনেকে।

উদ্বোধনকালে রেজওয়ানুল হক বলেন, বাংলাদেশের বাজারে, নিজেদের প্রসার বৃদ্ধির পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে মানসম্পন্ন পণ্য, ব্যবহার অভিজ্ঞতা এবং বিক্রয়োত্তর সেবা– প্রতিটি বিষয়ের ওপর সমান গুরুত্ব দিচ্ছে ট্রানশান বাংলাদেশ লিমিটেড। আমরা বিশ্বাস করি,তথ্য-যোগাযোগ প্রযুক্তির ধারাবাহিক উন্নয়নের ফলশ্রুতিতে প্রতিনিয়ত বাংলদেশের বাজারে মোবাইল হ্যান্ডসেটের জন্য গ্রাহক চাহিদায় যে নতুনত্ব তৈরি হচ্ছে; তা পূরন করতে সক্ষম হবে টেকনো মোবাইল।

 

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি