ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মিরপুরে ২ হোটেল ব্যবসায়ীর মধ্যে বাক-বিতন্ডা, অস্ত্র প্রদর্শন ও প্রাননাশের হুমকির ঘটনায় আটক ২

প্রকাশিত : ১২:২৯, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৩০, ১৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মিরপুর ১০ নম্বর এলাকায় দেনা পাওনাকে ঘিরে দুই হোটেল ব্যবসায়ীর মধ্যে বাক-বিতন্ডা, অস্ত্র প্রদর্শন ও প্রাননাশের হুমকির ঘটনায় ওই হোটেলে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে আবাসিক হোটেল চৌধুরী প্যালেস ইন্টারন্যাশনালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাওনাদার সোহেল টাকার জন্যে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। সে নিজেকে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক দাবি  করে আইনশঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে তাকে অস্ত্রধারীরা হুমকি দিয়েছে। পরে র‌্যাব-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আধাঘন্টার অভিযান শেষে ঘটনায় সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করলেও  কোনো ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি জলে বলেও নিশ্চিত করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি