ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

মিয়ানমার জেনারেলের বক্তব্যে স্তম্ভিত জাতিসংঘ প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ২৭ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:০০, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমারের সেনাপ্রধানের বক্তব্যে জাতিসংঘসহ পুরো বিশ্ব স্তম্ভিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। জাতিসংঘ প্রধানের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এ কথা জানান।

দেশটির উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে এক জনসভায় সেনাপ্রধান জেনারেল ইউমিন বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয়। তারা মিয়ানমারের কোন সংস্কৃতি লালন করে না, তারা বাংলাদেশি’। তাঁর এই বক্তব্যের জের ধরেই জাতিসংঘ প্রধান প্রতিক্রিয়া দেখিয়েছেন।

বিবৃতিতে জাতিসংঘ প্রধানের মুখপাত্র জানান, মিয়ানমারের ঐক্য ধরে রাখতে সব পক্ষকে একটি একক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এজন্য মিয়ানমারের নেতাদের তিনি বলেন, রাখাইন উপদেষ্টা কমিশনের সুপারিশ মেনে দেশটিতে সব ধরণের বৈষম্য দূর করতে হবে। আর এরজন্য মিয়ানমারে প্রকৃত নেতৃত্ব জরুরি হয়ে পড়েছে।

এদিকে মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়ার মূল কারণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন মিয়ানমার নেতৃত্বকে সব নাগরিককে নিরাপত্তা দিতে হবে। এ ছাড়া মিয়ানমারের নেতৃত্বকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি।

সূত্র: তাস
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি